Showing posts with label 6 Idioms Starting with "Close". Show all posts
Showing posts with label 6 Idioms Starting with "Close". Show all posts

I am gonna +verb, HOW TO USE "GONNA" VERB,I am gonna +verb, HOW TO USE "GONNA" VERB, Wanna, Gonna, Gotta এর ব্যবহার ইংরেজিতে Want to, Going to এর পরিবর্তে মূলতঃ Wanna, Gonna, Gotta ব্যবহার হয়।


I am gonna +verb, HOW TO USE "GONNA" VERB, Wanna, Gonna, Gotta এর ব্যবহার ইংরেজিতে Want to, Going to এর পরিবর্তে মূলতঃ Wanna, Gonna, Gotta ব্যবহার হয়। ভিডিও লেসনসহ দেখুন বিস্তারিতঃ I wanna talk to him. – আমি তার সাথে কথা বলতে চাই। What you wanna do now? তুমি এখন কি করতে চাও? I'm gonna have some coffee. – আমি একটু কফি খেতে যাচ্ছি।  What we gonna do now?. – আমরা এখন কি করতে যাচ্ছি? I gotta save some money. – আমার কিছু টাকা  জমাতে হবে। I gotta obey the laws. – আমাকে আইন মানতে হবে। >> সম্পূর্ণটি পেতে ও ভিডিও টিউটোরিয়াল দেখতে নিচের লিংকে ক্লিক করুন
I am gonna +verb

      The word "Gonna" is incorrect grammatically the equivalent in proper grammar would be "going to" when using the word 'gonna' you are telling someone what you are planning to do at the moment or in the near future,

"গোন" শব্দটি ব্যাকরণগতভাবে ভুল। সঠিক ব্যাকরণের সমতুল্য হ'ল "যাচ্ছে" শব্দটি ব্যবহার করার সময় আপনি কাউকে বলছেন যে আপনি এই মুহূর্তে বা নিকট ভবিষ্যতে কী করার পরিকল্পনা করছেন,

Here are some example 

1-I am gonna have some coffee.
আমি কিছু কফি খাচ্ছি।

2-I am gonna go to work.
আমি কাজ করতে যাচ্ছি।

3-I am gonna eat some cake.
আমি কিছু কেক খাচ্ছি।

4-I am gonna send out my resume.
আমি আমার জীবনবৃত্তান্ত পাঠাতে চাই।

5-I am gonna run a marathon.
আমি ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করছি।

6-I am gonna ask her for dinner.
আমি তাকে রাতের খাবারের জন্য জিজ্ঞাসা করব

7-I am gonna stop smoking.
আমি ধূমপান বন্ধ করতে চলেছি

8-I am gonna help my friends.
আমি আমার বন্ধুদের সাহায্য করবে।

9-I am gonna take a swim lesson.
আমি একটি সাঁতারের পাঠ গ্রহণ করব।

10-I am gonna read a book.
আমি একটি বই পড়তে যাচ্ছি।

About Us


https://www.bhashaprerona.com/ this blog is a education purpose,I provide you some easy knowledge about Tense.From this site you can easily learn about English Tense and English Grammar in Bengali, , I have discussed all the things about English Tense & Grammar. You will know many things, I will trying to simplify the issues in front of you in the simplest way And that's the topic I discussed in detail here, how to use Verb, how to use Grammar, how to write Sentence, and the rules for writing Sentence, tense keys, how many types of tense ETC

If you're a Bengali speaker looking to improve your English communication skills, here are some useful tips:

 If you're a Bengali speaker looking to improve your English communication skills, here are some useful tips:


1. শব্দভাণ্ডার (Vocabulary) বাড়ান

  • প্রতিদিন নতুন ইংরেজি শব্দ শিখুন এবং তা ব্যবহার করার চেষ্টা করুন।
  • ইংরেজি বই, পত্রিকা, এবং অনলাইন আর্টিকেল পড়ুন।
  • ইংরেজি শব্দের বাংলা অর্থ জানার পাশাপাশি উদাহরণসহ শেখার চেষ্টা করুন।

2. উচ্চারণ (Pronunciation) উন্নত করুন

  • ইংরেজি সিনেমা, ইউটিউব ভিডিও, এবং পডকাস্ট শুনুন।
  • কঠিন শব্দ উচ্চারণ অনুশীলন করতে Google Pronunciation বা Forvo ব্যবহার করুন।
  • "Tongue twisters" অনুশীলন করলে আপনার উচ্চারণ স্পষ্ট হবে।

3. ব্যাকরণ (Grammar) ও বাক্য গঠন শিখুন

  • সাধারণ ব্যাকরণগত ভুল এড়িয়ে চলুন (যেমন: "He go" নয়, "He goes")।
  • ইংরেজি বাক্যের গঠন বুঝতে বাংলা থেকে ইংরেজি অনুবাদ চর্চা করুন।
  • সহজ ও স্পষ্ট বাক্য ব্যবহার করুন।

4. কথা বলার অনুশীলন করুন (Speaking Practice)

  • বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন।
  • আয়নার সামনে নিজেকে দেখে কথা বলুন (Mirror Practice)।
  • প্রতিদিন নিজের রুটিন বা অনুভূতি ইংরেজিতে বলার চেষ্টা করুন।

5. শোনার দক্ষতা (Listening Skills) বাড়ান

  • সাবটাইটেলসহ ইংরেজি সিনেমা বা টিভি শো দেখুন, পরে সাবটাইটেল ছাড়াই দেখার চেষ্টা করুন।
  • ইংরেজি গানের লিরিক শুনে বোঝার চেষ্টা করুন।
  • ইংরেজি স্পিকারদের উচ্চারণ ও টোন অনুকরণ করুন।

6. লেখার দক্ষতা (Writing Skills) বাড়ান

  • প্রতিদিন ছোট ছোট বাক্য বা ডায়েরি লিখুন।
  • ইংরেজিতে ফেসবুক পোস্ট বা ইমেল লেখার অভ্যাস করুন।
  • আপনার লেখা উচ্চস্বরে পড়ুন এবং ভুলগুলো সংশোধন করুন।


7. আত্মবিশ্বাসী হন ও অনুশীলন চালিয়ে যান

  • ভুল করলেও ভয় পাবেন না, বরং ভুল থেকে শেখার চেষ্টা করুন।
  • ইংরেজিতে কথা বলার সুযোগ পেলেই ব্যবহার করুন।
  • প্রতিদিন ১০-১৫ মিনিট ইংরেজি অনুশীলন করুন, ধীরে ধীরে উন্নতি হবে।

আপনার কি নির্দিষ্ট কোনো সমস্যার জন্য আরও বিস্তারিত সাহায্য লাগবে? 😊

6 Idioms Starting with "Close"

6 Idioms Starting with "Close" 

Close nearby 
খুব নিকটে, হাতের নাগালে (inside simple reach, helpful)
Models in Sentences:
  • Attempt to keep each vital thing close nearby, when you need to cook anything. (যখন তুমি কোন কিছু রান্না করতে চাও, প্রত্যকটা প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে রাখার চেষ্টা করো।) 
  • I can't discover anything close within reach which I have requested. 
Stingy man 
কৃপণ (a penny pincher, a miser)
Models in Sentences:
  • Aric is such a stingy man, that he won't go through such a lot of cash here. (এরিক এতো কৃপণ যে সে এখানে এতো টাকা খরচ করবে না।) 
  • You can't request such a major measure of cash to a miserly man like Mr. Frederick. 
Close on 
প্রায় (nearly)
Models in Sentences:
  • Harris has welcomed close on 300 individuals. (হ্যারিস সাহেব প্রায় তিনশো মানুষকে নিমন্ত্রণ করেছেন।) 
  • We have made a benefit close on Tk 50,000. 
Crowdedness 
নৈকট্য (closeness)
Models in Sentences:
  • I saw Jim from crowdedness. (আমি জিমকে কাছ তেকে দেখেছিলাম।) 
  • They were sitting around other people. 
Up close and personal 
অপ্রিয় সত্যের কাছাকাছি (close to negative truth)
Models in Sentences:
  • Aric was truly awkward on the grounds that his companion said something which was near and dear. (এরিক খুব অপ্রস্তুত ছিলো কারণ তার বন্ধু একটি মন্তব্য করলো যা ছিলো অপ্রিয় সত্যের কাছাকাছি।) 
  • Try not to make such a near and dear remark on him. 
Near the breeze 
অসৎ আচরণের কাছাকাছি; বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে সে দিকে (near illicit deeds; in a similar course from which the breeze is blowing)
Models in Sentences:
  • He was extremely near the breeze when his heart kept him down. (সে অসৎ আচরণের খুব কাছাকাছি ছিলো যখন তার বিবেক তাকে বাধা দিলো।) 
  • The mariner was attempting to cruise near the breeze.

Normal English Lessons 

Labels

Present Tense (24) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (15) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (12) Tense (12) মনীষীদের বাণী (12) Regular English Lessons (10) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (10) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (9) Affirmative Sentence (হাঁ -বাচক ) (8) Negative Sentence (8) পেয়ারার উপকারিতা (8) Interrogative Negative (7) ইংলিশ গ্রামার (6) এ.পি.জে আব্দুল কালাম (6) Motivational speech (5) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (5) 6 Idioms Starting with "Close" (4) Motivational Quotes in Bangali (4) grammar (4) 7 Idioms Starting with "Cold" (3) Adjective (3) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (3) আপনার জীবন পরিবর্তনকারী 46টি সেরা বাণী | 46 Life Changing Quotes In Bengali (3) Adverb (2) Noun (2) Parts of Speech: Noun (2) Pronoun (2) Sayings Starting with "Cross" and "Cry" (2) Verb (2) voice-active-voice-passive-voice (2) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (2) গভীর অনুপ্রেরণামূলক উক্তি: সাফল্যের পথে আলোকবর্তিকা (2) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (2) About Us (1) Figures of speech Starting with "Come" (1) Preposition (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    4 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...